।। নিউজ ডেস্ক ।।
তৃতীয় তিস্তা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণ করা কুড়িগ্রামের চিলমারী উপজেলা অংশের জমির মালিকদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুরে জেলার কালেক্টরেট সম্মেলন কক্ষে ২৪ জন জমি মালিকের হাতে ৪৮ লাখ ৪০ হাজার ৭২৩ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। কুড়িগ্রাম-গাইবান্ধা জেলার সড়ক যোগাযোগ উন্নয়নে নির্মিত হচ্ছে এ সেতু।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
সূত্রঃ banglanews24