|| নিউজ ডেস্ক ||
দেশীয় উন্নত জাতের ছাগলের মধ্যে ব্ল্যাক বেঙ্গল অন্যতম। এই ছাগল পাওয়া যাচ্ছে উলিপুরের হাটেও। সোমবার উলিপুরের হাটে দেখা মেলে এই প্রজাতির ছাগলের।
ছাগলটির মালিক শামস্ তৌফিক বলেন, চার বছর ধরে ছাগলটি লালন পালন করে বড় করেছেন তিনি। কোনো ধরনের কৃত্রিম খাবার ছাড়াই ছাগলটি বড় হয়েছে। ছাগলটির খাদ্যাভাসে ছিল প্রাকৃতিক খাবার ঘাস ও বিভিন্ন ধরনের লতা পাতা।
তিনি বলেন, ’গত কোরবানির ঈদে ছাগলটির দাম উঠেছিল ৪০ হাজার টাকা। এবার ৪৫ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। ৬০ হাজার টাকা হলে বিক্রি করবো।’
উল্লেখ্য, ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস যেমন সুস্বাদু তেমনি এর চামড়া আন্তর্জাতিকভাবে উন্নতমানের বলে স্বীকৃত। বাংলাদেশের আবহাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদন উপযোগী। এ ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতাও অধিক। আন্তর্জাতিক বাজারে এই ছাগল ‘কুষ্টিয়া গ্রেড’ নামেও পরিচিত। তবে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের উড়িষ্যা অঞ্চলে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখা যায়।
বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতাগন বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইলঃ ০১৭১৬৬২৩২৮৯