।। শাহিনুল ইসলাম লিটন ।।
ইছা মানব সেবা কুড়িগ্রাম জেলায় গতকাল রবিবার (৪ আগস্ট) সকাল ১০ টায় ডেঙ্গু মশা প্রতিরোধমূলক ৫০০ লিফলেট বিতরণ করে বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, রেল ষ্টেশন ও বাজারে।
গত কয়েকদিনে কুড়িগ্রামে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন, বাড়িতে চলে গেছেন একজন এবং চারজন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ৬৪ জেলাতেই এখন ডেঙ্গুর বিস্তার। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬৮৭ জন। তবে বিদ্যমান পরিস্থিতি আর কয়েকদিন অব্যাহত থাকলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
গত বৃহস্পতিবার নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৭১২ জন হয়েছেন। অর্থাৎ প্রতি মিনিটে ১ জনের বেশি ভর্তি হয়েছেন। এদিকে জ্বরে আক্রান্ত যেকোনো রোগীর ক্ষেত্রেই ডেঙ্গু পরীক্ষার জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কুড়িগ্রামে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলোতে ডেঙ্গু পরীক্ষা করাতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে রোগ নির্ণয়ে দেরি হচ্ছে এবং রোগীর চিকিৎসা প্রক্রিয়া শুরু করতেও বিলম্ব হচ্ছে। অথচ এসব ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা না করে, রোগীর প্রাথমিক লক্ষণ দেখেই চিকিৎসা শুরু করা উচিত। যাতে দ্রুত রোগীর সুস্থতা নিশ্চিত করা সম্ভব হয়।
ইছা মানব সেবা সংগঠন জনসচেতনতামুলক লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ শহিদুল ইসলাম ( শিমুল) সহসভাপতি মোঃ সোহানুর রহমান সোহান ,শ্রী জিবন চন্দ্র সরকার। মোঃ এরশাদুল হক, মোঃ মেহেদি হাসান, মোছাঃ আফরোজা বেগম সপ্না প্রমুখ।