।। আব্দুল মালেক ।।
উলিপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর উদ্দ্যোগে ৫’শ ২০ বানভাসি অসহায় দুঃস্থ জনগণের মাঝে ত্রাণ, বিনামুলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৪ আগস্ট) উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণের উদ্বোধন করেন, বিএমএ কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক ডাঃ কাজী শফিকুল হালিম জিম্মু। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএমএ সভাপতি ডাঃ নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম, কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, ডিডি পরিবার পরিকল্পনা ডাঃ নজরুল ইসলাম, ডাঃ সুদীপ কুমার বোস, ডাঃ মোকছেদ আলী, ডাঃ অজয় কুমার সরকার, ডাঃ সুভাষ চন্দ্র সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ।
পরে ৩/৪ ক্যাম্প করে আগত বানভাসিদের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও লবন।