।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছি ইউনিয়ন ও যাত্রাপুর বাজার ধরলার পাড়ে বানভাসিদের দুই শতাধিক ছেলে মেয়েদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী কর্তৃক নির্মিত সামাজিক সংগঠন ”স্মাইল ফাউন্ডেশন”।
তথ্য সুত্রে জানা যায়, গত শুক্রবার পাঁচগাছি দাখিল মাদ্রাসায় ও যাত্রাপুরের ধরলার পাড়ে বন্যার্ত দুই শতাধিক পরিবারের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বন্যায় কবলিত হয়ে তাদের খাদ্যের পাশাপাশি ঈদের পোশাক পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে বন্যার্ত শিশুরা। স্মাইল ফাউন্ডেশনের সেচ্ছাসেবী মোঃ মামুন অর রশিদ জানান, আমরা সংগঠনটি তৈরি করছি সুবিধা বঞ্চিত বৃদ্ধ ও শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষে। যেহেতু এবারের বন্যা কুড়িগ্রামের ইতিহাসে ভয়াবহ আকার ধারণ করেছে তাই ঈদকে সামনে রেখে দুইশত পরিবার ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
এছাড়াও আজ শনিবার হাতিয়ায় ১০ জন, বজরায় ১৫ জন ও তিস্তা নদীর কাছে ১২ জন শিশুকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পাঁচগাছি দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, স্মাইল ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের মধ্যে মোঃ মামুন অর রশিদ, শারমিন আক্তার সীমা, মনিরা আক্তার মণি, জনি, রনি, তোহফায়েল, আরিফসহ আরো অনেকেই।