।। আব্দুল মালেক ।।
উলিপুরে বানভাসি মানুষের পাশে দাড়িয়েছে ফেসবুক বন্ধু টিম দিনাজপুর সদর। আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে উপজেলার থেতরাই 犀利士
ইউনিয়নের দুর্গম চর খারিজা লাটশালা গ্রামের ক্ষতিগ্রস্থ ১’শ পরিবারের হাতে চাল, ডাল, সাবান, মোমবাতিসহ ত্রানের প্যাকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ফেসবুক বন্ধু টিমের সমন্বয়ক মিনতী অধিকারী, প্রিয়নাথ রায়, দুলাল মন্ডল, পরাগ চৌধুরী, দিপংকর রায়, স্থানীয় সাংবাদিক তৈয়ুরর রহমান, হাফিজুর রহনান সেলিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান প্রমুখ।
টিভিতে বানভাসি মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট দেখে দিনাজপুর ইউআরসি ইন্সট্রাক্টর মিনতী অধিকারী তার ফেসবুক গ্রুপ মেম্বারদের দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। তার আহবানে সাড়া দেয় বন্ধুরা। তাদের সেই সংগৃহীত মালামাল নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রামের উলিপুরে পৌছান তারা। আগে থেকেই তাদের সহযোগিতা দেবার জন্য অপেক্ষা করছিলেন উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।