|| আব্দুল মালেক ||
উলিপুরে তানজিরুল ইসলাম আয়ান নামে এক শিশু গলায় ফাঁস টানিয়ে আত্মহত্যা করেছে। তবে শিশুটির আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌরসভার মুন্সিপাড়া গ্রামে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল বুধবার কুড়িগ্রাম মর্গে প্রেরন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার মুন্সিপাড়া গ্রামের আশিকুল ইসলামের একমাত্র পুত্র তানজিরুল ইসলাম আয়ান (১৩) তার মায়ের সাথে নানার বাড়িতে থাকত। সে স্কয়ার কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র। নিহত শিশুর স্বজন সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার আয়ান স্কুল থেকে দুপুরে বাড়ি ফিরে মা তানিয়ার কাছে খেতে চায়। এ সময় তার মা সংসারের কাজে ব্যস্ত থাকায় খেতে দিতে দেরি হয় বলে জানায়। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে মা তানিয়া ছেলেকে খাওয়ানোর জন্য খুঁজতে থাকেন। বাড়ির কোথাও আয়ানকে না পেয়ে বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে বাথরুমের পিছনের ভ্যান্টিলেটর এর ফাঁক দিয়ে ছেলেকে ভ্যান্টিলেটরের রডের সাথে দড়ি গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে বাথরুমের দরজা ভেঙ্গে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
থানার অফিসার ইনর্চাজ মোয়াজ্জেম হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে একমাত্র ছেলে আয়ানকে হারিয়ে মা তানিয়া বার বার মুর্চ্ছা যাচ্ছেন। আয়ানের লাশ গতকাল বুধবার সন্ধ্যায় তার নানার পারিবারিক করব স্থান ধামশ্রেনীতে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।