|| নিউজ ডেস্ক ||
রৌমারী উপজেলায় ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১১ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
আব্দুল আজিজ (১৯) নামের এক শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখনও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৯ জুলাই) সকালে ডেঙ্গু রোগ শনাক্ত করে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হিরু আল আমিন এসব তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডেঙ্গু রোগী আব্দুল আজিজ জানায়, রাজধানীর আজিমপুরে আইকন প্লাসে বিশ্ববিদ্যালয় কোচিং করার জন্য ঢাকায় যান তিনি। ঢাকায় পাঁচ দিন জ্বর নিয়ে থাকার পর বাড়িতে আসেন। সোমবার রৌমারীতে রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, রক্ত পরীক্ষা করে ডেঙ্গু রোগ ধরা পরে ১২ জনের। এদের মধ্যে ১১জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। একজন চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মশারিসহ পৃথক বেডের ব্যবস্থা করা হয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।
সূত্রঃ সমকাল অনলাইন