।। আব্দুল মালেক ।।
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতার দাবিতে ঢাকায় সারা দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচির কারণে বন্ধ রয়েছে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সকল কার্যক্রম। এতে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
জানা গেছে, ১৯৯৮ সালে উলিপুর পৌরসভা স্থাপিত হয়ে বর্তমানে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়। এ পৌরসভায় কর্মকর্তা ২ জন কর্মচারী ৩২ জন ও ৫০ জন পরিচ্ছন্ন কর্মী রয়েছেন। পরিচ্ছন্ন কর্মিরা পরিচ্ছন্নতার কাজে যোগ না দেয়ায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ভাগার তৈরি হয়েছে। দুরাবস্থার সৃষ্টি হয়েছে পয়ঃনিষ্কাশনেও। ফলে ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল জনসাধারণ।
এদিকে টানা ১৭ দিন ধরে সড়কবাতি না জ্বলায় ঘুট ঘুটে অন্ধকার পৌর এলাকা। কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিনের সকল কার্যক্রম বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন সেবা গ্রহীতারা।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পৌরসভায় গিয়ে দেখা গেছে, পৌর ভবনের সামনে ময়লা-আবর্জনার গাড়ি দাঁড় করিয়ে রাখা। অফিসের সব কক্ষগুলোয় তালা ঝুলছে। এ সময় সেবা নিতে আসা নারিকেল বাড়ী গ্রামের আব্দুল খালেক, মুন্সিপাড়া গ্রামের কলেজ ছাত্র সিরাজুল ইসলাম বলেন, নাগরিকত্ব সনদ নেয়ার জন্য এসে দেখি অফিসে তালা ঝুলছে। তাই বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। এমতাবস্থায় পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌর বাসী। এ বিষয়ে পৌরসভার সহকারী-প্রকৌশলী মাহবুবুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।