।। আব্দুল মালেক ।।
উলিপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং বন্যার পানিতে ডুবে মারা যাওয়া ৪ জনের পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামাল, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মেনহাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, সহকারী কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিরাজউদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবিব রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, দপ্তর সম্পাদক নিমাই সিংহ, সহ প্রচার সম্পাদক প্রভাষক শাহীনুর আলমগীর, যুব ও ক্রিড়া সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, কুড়িগ্রাম-৩ আসনের এমপি পূত্র সালমান হাসান ডেভিড প্রমুখ।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুুর রহমান এমপি চিলমারী উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে যান।