।। আব্দুল মালেক ।।
উলিপুরে ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধা ৬ টায় উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণ বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি প্রমুখ।
এসব বন্যার্ত পরিবারকে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল ও ৫’শ গ্রাম লুডুস বিতরণ করা হয়। এ সময় নৌকা ডুবিতে নিহত ৫ জনসহ ৬ পরিবারকে নগত ২০ হাজার করে টাকা প্রদান করা হয়।