।। আব্দুল মালেক ।।
উলিপুরে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে করা হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বজরা ইউনিয়নের ৫’শ পরিবারের মাঝে ১০ কেজি মিনিকেট চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবন, এক কেজি চিনি, ২ কেজি চিড়া, এক লিটার তেল, ৫’শ গ্রাম নুডুলস বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিএম মোজাম্মেল হক, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জাফর আলী, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিরাজুদৌলা, বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ড গবা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবিব রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, দপ্তর সম্পাদক নিমাই সিংহ, সহ প্রচার সম্পাদক প্রভাষক শাহীনুর আলমগীর, যুব ও ক্রিড়া সম্পাদক সোহরাব আলী মোল্লা, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তুমুল আমিন প্রমুখ।
এদিকে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৫’শ বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, সংগঠনের আল আমিন, মমিনুল, প্রদীপ, ঋত্তিক, রামু, শাহীন বকুল, মাইদুল প্রমুখ।