|| নিউজ ডেস্ক ||
আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতেে রয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বৃহস্পতিবার (১৮ই জুলাই) উলিপুরে অবস্থানকালে দুপুর পৌনে ১২টার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর বিকেল ৩টায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকগণ তাঁর অবস্থা বিবেচনায় নিয়ে জরুরী ভিত্তিতে আইসিইউতে নিয়ে চিকিৎসা শুরু করেন। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৯ই জুলাই) সকালে তাঁকে ঢাকায় নেয়ার কথা রয়েছে।
সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিনের ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন বন্যাদুর্গত বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করতে গিয়ে শারীরিকভাবে যথেষ্ঠ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন পর্যাপ্ত বিশ্রামের অভাব আকস্মিক এই হৃদরোগের অন্যতম কারণ।
অধ্যাপক এমএ মতিন তাঁর পরিবারের মাধ্যমে উলিপুরবাসীর দোয়া কামনা করেছেন। একইসাথে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মীদেরকে সার্বক্ষনিক নিয়োজিত থাকতে নির্দেশ দিয়েছেন।