।। আব্দুল মালেক ।।
উলিপুরের মেধাবী শিক্ষার্থী শাফায়েতা সুলতানা সিফাতী জাতীয় পর্যায়ে বাংলা রচনা অনির্ধারিত গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। সে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯’ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
১৯ জুন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে বাংলা রচনা অনির্ধারিত গ্রুপে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন। সে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে। মেধাবী শাফায়েতা সুলতানা সিফাতী ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করতে চায়। তার ছোট ভাই মোস্তাক আহমেদ সাদ পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বর্তমানে ৭ম শ্রেণিতে লেখাপড়া করছে। বাবা মোঃ শফিকুল ইসলাম পাঁচপীর কেরামতিয়া দ্বিমূখি আলীম মাদ্রাসার অধ্যক্ষ ও মা শিরাজুম মনিরা ময়না একজন গৃহিণী। সে সকলের দোয়া প্রার্থী।