।। আব্দুল মালেক ।।
থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ ৬ সদস্য। প্রতিকার চেয়ে তারা স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম যোগদানের পর থেকে কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। প্রধান শিক্ষকের এরকম কর্মকান্ডের প্রতিকার চেয়ে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওবায়দুল হক, সহ সভাপতি কোরেশা, সদস্য রাজিয়া সুলতানা, আকবর আলী, সিরাজুল ইসলামসহ ৬ সদস্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে আরও জানা গেছে, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম অর্থের বিনিময় স্কুলের জায়গায় দোকান ঘর নির্মাণ করার অনুমতি দিয়েছেন। শুধু তাই নয় তিনি স্কুলের মাঠে গরু ছাগলের হাট বসিয়ে প্রতিমাসে মাসোয়ারা নেন। এছাড়াও স্কুল উন্নয়ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের উপবৃত্তি টাকার বিনিময় সহ দ্বাম্ভিকতার সহিত নিজের খেয়ালখুশিমত স্কুলে যাওয়া আসা করেন। প্রধান শিক্ষকের এরকম কর্মকান্ডে স্কুলের পরিবেশ বিঘ্ন ঘটেছে সেই সাথে পাঠদান লাঠে ওঠার উপক্রম হয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওবায়দুল হক আরো জানান, একাধিকবার উপজেলা শিক্ষা অফিসে লিখিত ও মৌখিক অভিযোগ করেও তার প্রতিকার পাওয়া যায়নি। এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, এসব অভিযোগ মিথ্যা।
উপজেলা শিক্ষা অফিসার মোজ্জাম্মেল হক শাহ্ বলেন, অভিযোগকারীরা আমার দপ্তরে অভিযোগ দেয়নি।