।। আব্দুল মালেক ।।
উলিপুরে মহান মে দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উলিপুর থানা রিক্সা/অটো-রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ও মটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি ফুলবাবু মিয়া, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহসভাপতি মন্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক তমিজ খাঁন, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম প্রমুখ।