।। আব্দুল মালেক ।।
শীর্ষ যুদ্ধাপরাধী দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ওয়াজ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় চত্বরে বাঁজানোর ঘটনায় উলিপুরে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুর রহিম। সে শিবির কর্মী এবং স্থানীয় বাংলার মানুষ পত্রিকার সাংবাদিক। তবে এ ঘটনায় পুলিশ এখনও নিয়মিত মামলা দায়ের না করায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত শনিবার উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে “উপজেলা প্রেসক্লাব” নামের একটি সংগঠন তাদের অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে রাজাকার দেলওয়ার হোসেন সাঈদীর ওয়াজ মাইকে বাজাচ্ছিল। বিষয়টি জানাজানির পর মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তারা থানায় অভিযোগ করেন। এরপর ওই দিনই মাইক জব্দ করে অপারেটর নূরুজ্জামানকে ১৫১ ধারায় জেল হাজতে পাঠায়। ঘটনার ৩ দিন পর গত সোমবার রাতে সংগঠনটির অফিস থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করে। সে পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের রজব আলীর পুত্র। আব্দুর রহিম সংগঠনটির যুগ্ন আহবায়ক বলে জানা গেছে। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ দিকে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করলেও এ ঘটনায় বাদীর অভাবে পুলিশ নিয়মিত মামলা না করে লুকোচুরি খেলছে বলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম অভিযোগ করেন। ঘটনাটি নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।