।। শাহিনুল ইসলাম লিটন ।।
মঙ্গলবার (২৩ এপ্রিল) পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’ এর উদ্দ্যোগে কুড়িগ্রামের খলিলগঞ্জে কিশলয় আর্দশ সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী ও উলিপুরের আনন্দ বাজার সংলগ্ন নতুন কুঁড়ি স্কুলের ১২০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ এবং ঔষধি চারা বিতরণ করা হয়। পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য’র সভাপতি আব্দুস ছোবাহান জুয়েল বলেন, আমাদের স্বপ্ন পুরো কুড়িগ্রাম শহরকে আমরা সবুজে ঘিরে দেবো এবং নতুন প্রজন্মদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতে আমরা পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছি। বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন আর্দশ নার্সারীর প্রোপাইটার মোঃ মনসুর আলী, নতুন কুড়ি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কিশলয় আর্দশ সরকারি প্রথমিক মডেল স্কুলের পরিচালক আসাদুজ্জামান রাজু, মাওলানা আহাম্মদ আলী, অরণ্যের সহসভাপতি শাহিনুল ইসলাম লিটনসহ অন্যান্য সদস্যবৃন্দ রাকিব, হেমায়েত, মেছবাউল হক, মুরাদ, জামিউল, জিল্লুর রহমান জনি, সোহানুর রহমান, নাঈম, মারুফ হাসান প্রমুখ।
উল্লেখ্য, অরণ্য একটি সামাজিক পরিবেশবাদী সংগঠন, অরণ্য এর পূর্বেও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী পালন করেছে।