।। আব্দুল মালেক ।।
উলিপুরে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারী সিরাজ-উদ- দৌলার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উলিপুর প্রেসক্লাব ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটির আয়োজনে শহরের মসজিদুল হুদা মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলি, গণ-কমিটির সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন, জেলা কমিটির সদস্য মাসুম করিম প্রমুখ।
উল্লেখ্য, ফেনী জেলার সোনাগাজি ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পরিকল্পিত ভাবে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। পরে ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে সে মারা যায়।