।। আব্দুল মালেক ।।
উলিপুরে বিএসটিআই’র লাইসেন্স না করে ইট তৈরি ও বাজারজাত করার অপরাধে তিন ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ এপ্রিল) কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএসটিআই’র রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন বাদি হয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিএসটিআই রংপুর অফিস সূত্রে জানা গেছে, খাদ্য দ্রব্যে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে উলিপুর উপজেলার মেসার্স এইচ এম ব্রিকস, মেসার্স এস এফ ইউ ব্রিকস ও মেসার্স এম এস ব্রিকসের বিএসটিআই এর লাইসেন্স না থাকায় এসব ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া উলিপুর উপজেলার মেসার্স সুমন বেকারি, মেসার্স শাপলা বেকারি, মেসার্স পাবনা ভাগ্যলক্ষী মিষ্টান্ন ভান্ডার, রাজারহাট উপজেলার নাজিমখাঁন বাজারের মেসার্স সোহেল রানা বেকারি, একই উপজেলার সিংগারডাবরী বাজারের মেসার্স ভাই ভাই বেকারি ও সদর উপজেলার কাঠালবাড়ী বাজারের মেসার্স মা মনি বেকারি, খলিলগঞ্জ বাজারের মেসার্স ভাই ভাই বেকারিসহ ১০ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান সনদ না থাকার অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী উল্লেখিত প্রতিষ্ঠানগুলির স্বত্বাধিকারীর বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুড়িগ্রামে এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।