রূপ মাধুরীর বসন্ত
(মোঃ মাহমুদুল হাসান)
তোরা দেখে যা একি অপরূপ মায়া সৌন্দর্য,
আজি পুষ্প পাখিদের জেগেছে যে ছন্দ।
তরুলতা শোভিত বিথিকা শ্যামলী ক্ষেতে
কুহেলিকাবৃত শীতল পরশে দক্ষিণা বাতাস বয়,
রূপ মাধুরী ফুলের গন্ধে মনে কি যে হয়।
মাঠে ঢেকে যায় সুজলা সুফলা ছায়া সুনিবিড়ে,
গাছে গাছে নব পল্লবিত কিশলয় নয়ন মুগ্ধ করে।
নব শ্যামলীমা পল্লবের মাঝে কোকিল পাপিয়ার কন্ঠ ভাসে,
ধান-কাউনের মাঠে, সরষে ফুলের সৌরভ হলুদ বনে
মৌ-প্রজাপতির লুটোপুটি গুঞ্জন কি যে ভালো লাগে।
বিকেলের ঐ রক্তিম সূর্যির রাঙানো ধরণীর আলো চিরে,
হৃদয় হরণি শুভ্র বলাকার দল আপন নীড়ে ফেরে।
দুপুরের শান্ত বাতি নিভে মায়ামহি সন্ধ্যা হাতছানি দিয়ে ডাকে,
দক্ষিণা বাতাসে ফুলের সুবাসে হৃদয়ে শিহরণ জাগে।