।। আব্দুল মালেক ।।
উলিপুরে ১১তম গ্রেডে বেতন স্কেল প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে উপজেলার শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নারিকেলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়দুল ইসলাম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম, সহকারী শিক্ষক জীবন কৃষ্ণ রায়, সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামানিক, সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল, সহকারী শিক্ষক খ.ম রেজাউল করিম ও সহকারী শিক্ষক ফারুক আলম।
বক্তারা বেতন বৈষম্য নিরসন করে অবিলম্বে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন প্রদানের দাবি জানান। মানববন্ধনে সহকারী শিক্ষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, সহকারী শিক্ষকদের দাবি সম্বলিত স্বারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।