।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ বেলা ১১টায় একযোগে স্বেচ্ছাসেবী সংগঠন জাগি’র শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচী শুরু হয়। শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে দাগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া ও চর গুজিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাগির সমন্বয়ক আবু হেনা মুস্তফা, জাগির সদস্য কাব্যিক হারুন, তানভীরুল, প্রতীক মুন্না, নূর আলম, নাহিদ হাসান ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
এছাড়া বৃত্তির টাকা হস্তান্তর করা হয়েছে আঠার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির লিপি আক্তার এবং ৫ম শ্রেণির সুইটি আক্তারের কাছে । এ সময় উপস্থিত ছিলেন জাগি’র কর্মসূচী সংগঠক নাঈম ইসলাম, জাগি’র সদস্য আরিফ, খাইরুল ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
নতুন অনন্তপুর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মোসলেমা আক্তারকেও আজ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, জাগি’র সদস্য নাহিদ খান ও তানভীর ইসলাম।
এ ছাড়া গোড়াই রঘুরায় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির আশরাফি আক্তারকেও আজ বৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মইনুল হক।
গত ১১ই মার্চ বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে উলিপুরের মেধাবিকাশ বহুমূখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ঝর্ণা রাণীকে। উল্লেখ্য যে, তার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব ‘জাগি’ নিয়েছে।
‘জাগি’র সমন্বয়ক আবুহেনা মুস্তফা জানিয়েছেন শীঘ্রই বৃক্ষরোপণ কর্মসূচীর বাস্তবায়ন করবে ‘জাগি’।