।। আব্দুল মালেক ।।
কুড়িগ্রামে ইন্সপায়ারিং ম্যারিড এডোলেসেন্ট গার্লস টু নিউ এম্পাওয়ার্ড ফিউচার (ইমাজিন) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলা চত্বরে আলোর ভুবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস.এম আমিনুল ইসলাম।
বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ও সংগঠনের পরিচালক শ্যামল কুমার সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আকতার, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনশিয়েটিভ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রমুখ।
অবহিতকরণ সভায় প্রকল্প সম্পর্কে পেপার উপস্থাপন করেন, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ মন্ডল। আন্তর্জাতিক সংস্থা বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক এবং কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ইমাজিন প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধ, নবদম্পতিদের দেরিতে সন্তান গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং আয় বৃদ্ধিমূলক কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করতে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ও পাঁচগাছি ইউনিয়নে ১ হাজার ৬শ’ কিশোরী নিয়ে কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় জানানো হয়।