।। আব্দুল মালেক ।।
উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৪’শ ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান তালুকদার (আনারস) পেয়েছেন ২২ হাজার ৬’শ ৮৫ ভোট। জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী এম কফিল উদ্দিন (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৫’শ ৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উলিপুর প্রেসক্লাব সভাপতি ও উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার (টিয়াপাখি) পেয়েছেন ৪০ হাজার ৩’শ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন মোল্লা (টিউবওয়েল) পেয়েছেন ২৮ হাজার ২’শ ৩৯ ভোট। জাতীয় পার্টি মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান (লাঙ্গল) ১৬ হাজার ৩’শ ৭৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রব সরদারের পুত্রবধু ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাখিবুল হাসান সরদারের স্ত্রী রিপা সরদার (হাঁস) ৫৩ হাজার ৩’শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজিনা সুলতানা লাকি বেগম (কলস) ৩১ হাজার ২’শ ৭৫ ভোট পেয়েছেন।