।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের পাঁচ উপজেলার ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার ছিনতাইসহ অনিয়মের অভিযোগে এসব কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো- কুড়িগ্রাম সদরের শিবরাম প্রাথমিক বিদ্যালয়, উলিপুর উপজেলার হোকোডাঙ্গা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, নাগেশ্বরীর কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ি মাদ্রাসা, রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চিলমারীর খালেদা শওকত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
উলিপুরের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, এই কেন্দ্রে হামলা চালিয়ে বেশ কিছু ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কিছু উদ্ধার করা সম্ভব হলেও ২শ বই উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ ছাড়া রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে জোর করে বাক্সে ঢোকানোর চেষ্টা করলে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা হাফিজউদ্দিন জানান।
সূত্রঃ samakal