।। আব্দুল মালেক ।।
উলিপুরে বাল্যবিবাহে ঝুঁকিপূর্ণ পরিবারে সেবা প্রাপ্তিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারী ২০১৯) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক এবং কারিগরী সহযোগিতায় বিবিএফজি প্রজেক্টের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাফিজ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল ইসলাম, উলিপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, বিবিএফজি প্রজেক্টেরপ্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম, কর্মসূচি ব্যাস্থাপক তপন কুমার সাহা, প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, প্রেগ্রাম অফিসার রেদওয়ান সাতিল, উপজেলা কো-অর্ডিনেটর এসএম আরিফুজ্জামান, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রমুখ।