।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জাগি’ তার নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী বছরের শুরুতেই অন্যতম পরিকল্পনার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল (১৬ জানুয়ারী ২০১৯) আঠারো পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন দুস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে এই কর্মসূচীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এ ব্যাপারে ‘জাগি’র সমন্বয়ক আবুহেনা মুস্তফা বলেন, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং এ মাসেই আরো কয়েকজনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এই শিক্ষাবৃত্তি মাসিক হারে প্রদান করা হবে এবং এটি পুরো বছর চলমান থাকবে।
এছাড়া ‘জাগি’ তার বিস্তৃতি এবং বড় পরিসরের কর্মসূচী শিক্ষা সামগ্রী প্রদানও এ মাস থেকেই শুরু করবে। গত মঙ্গলবার চেক হস্তান্তরের সময় ‘জাগি’র সমন্বয়ক আবুহেনা মুস্তফা, আঠারো পাইকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ জাগি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগি’র অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে উলিপুরের একমাত্র অনলাইন প্লাটফর্ম উলিপুর ডট কম।