ইচ্ছাঘোড়া
শাহাজাদা বসুনিয়া
তুমি ছাড়া কোন নারীকে স্পর্শ করেনি আমার মন
বৈষ্ণব পদাবলীর মতোই স্বভাব তোমার
এখানে-সেখানে মনটা লাফিয়ে উঠে,
মধ্যরাতেও নিজের প্রেমকে চিনি
নিজেকে সামলিয়ে রাখি, আর কত কাল ?
সেই থেকে তোমাকে চিনি-যখন প্রকাশের
বয়স হয়নি আমার অথচ উস্কানি দিয়েছো তুমি।
হাঁটতে হাঁটতে এই কথা-সেই কথা তোমার সাথে
ইচ্ছে-অনিচ্ছের প্রতি কোন জোর ছিল না
হাতটাও ধরেনি আগা-গোড়া থেকে
ভাবনা থেকে বিচ্যুত নই, নারীকে স্পর্শ
করা নাকি পাপ-তাই তোমাকে ছুঁইনি অনন্তকাল।
আমাদের শুরু-শেষটা কেবলই স্বপ্নমাত্র
বাস্তব ও স্বপ্নে এখনও শরীর কেঁপে ওঠে
বাস্তবটা সব নয়-এখানেও একটি সত্য আছে
এখনও মনে হয় দেখে আসি তোমাকে নিঝুমরাতে
আমি তো যেতেই চাই, ছুঁইতেই চাই তোমাকে,
তুমি ছাড়া আর কোন নারীকে ছুঁতে পারেনি আমার মন।