|| আব্দুল মালেক ||
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ২’শ ৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ৪’শ ২৪ ভোট। এছাড়া মোঃ গোলাম মোস্তফা মিঞা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ৬ হাজার ৩’শ ৫৭, মোঃ দেলওয়ার হোসেন (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) কাস্তে প্রতীকে ২’শ ৩১ ভোট, মোঃ মনজুরুল হক (জাতীয় পার্টি, জেপি) বাই-সাইকেল প্রতীকে ১হাজার ৫’শ ১০ ভোট, মোঃ হাবিবুর রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ) গামছা প্রতীকে ১’শ ১২ ও সাঈদ আখতার আমিন (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ) মই প্রতীকে ১’শ ৩৪ ভোট পেয়েছেন। অন্যদিকে মহাজোটের সিদ্ধান্তনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডাঃ আককাছ আলী সরকার আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি ১০ হাজার ৭’শ ভোট পেয়েছেন।
কুড়িগ্রাম-৩ আসনের মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ১৩জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৭’শ ৩৭ জন ও মহিলা ১লাখ ৫৫ হাজার ২’শ ৭৬ জন। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সেনা বাহিনী, বিজিবি, র্যাব, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, কুড়িগ্রাম-৩ আসনের নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ১৪১টি কেন্দ্রে ভোটগ্রহন সমাপ্ত হয়েছে।