।। নিউজ ডেস্ক ।।
নানা আয়োজনে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন।
সব্যসাচী লেখকের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সৈয়দ হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভার আয়োজন করে।
কৃহস্পতিবার সকাল ১০টায় শোভাযাত্রা করে সরকারি কলেজ চত্বরে অবস্থিত লেখকের সমাধিতে এসে জড়ো হন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। এরপর লেখকের সমাধিতে একে একে জেলা প্রশাসন, সরকারি কলেজ, জেলা আইনজীবি সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রচ্ছদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সমাধিস্থলে সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জ নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সৈয়দ হক কুড়িগ্রাম জেলা শহরের পুরাতন থানা পাড়া এলাকায় ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ এবং ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। পাঁচ ভাই ও তিন ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। লেখকের অন্তিম ইচ্ছানুযায়ী তার মরদেহ কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে সমাধিস্থ করা হয়েছে।
সূত্রঃ samakal