।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের রৌমারীতে বড়াইবাড়ি সীমান্তে বৈদ্যুতিক ফাঁদে বুনো হাতির মৃত্যু হয়েছে। ভারত থেকে নেমে আসা বুনো হাতির অত্যাচার থেকে বাঁচতে সীমান্তবাসি ওই ফাঁদ তৈরি করেছে বলে জানা গেছে। তবে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতি হত্যার বিষয়টি বড়াইবাড়ি গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর ২০১৮) দিবাগত রাতে ওই হাতিটিকে আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৬৭ এর নিকটে বড়াইবাড়ি সীমান্তে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, মরা হাতিটি নোম্যান্সল্যান্ডে পড়ে আছে। এ সময় অসংখ্য নারীপুরুষ ভিড় করেছে মরা হাতিটি দেখার জন্য। হাতির মৃত্যুর খবর পেয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা ভোর বেলা থেকে হাতির কাছে অবস্থান নেয়। উপস্থিত দর্শকদের অনেকেই বলেছেন হাতিটিকে মারা হয়েছে। তবে ঘটনাস্থলে বৈদ্যুতিক ফাঁদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। হাতিটি মারা যাওয়ার পরই বৈদ্যুতিক ফাঁদ সরিয়ে ফেলা হয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
ঘটনাস্থল বড়াইবাড়ি সীমান্তের ওপারে ভারতের কাকড়ীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানিয়েছে, বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে। তবে হাতিটির পুড়ে যাওয়ার কোন চিহ্ন পাওয়া যায়নি।
ভারতের ৬নং ব্যাটালিয়নের কাকড়ীপাড়া বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর শ্রী শক্তি বলেছেন, হাতিটিকে যে মারা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এসে তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে।
৩৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বাড়ইবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শফিকুল ইসলাম জানান, যেহেতু মরা হাতিটি নোম্যান্স ল্যান্ডে। সে কারণে আমরা কিছু বলতে পারছি না। হাতিটিকে মারা হয়েছে না অসুস্থ্য হয়ে মরেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারছি না।
রৌমারী ও রাজীবপুর অঞ্চলের বন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে যা দেখা গেছে তাতে হাতিটিকে মারা হয়েছে বলে সন্দেহ হয়। হাতির পুড়ে যাওয়ার কোন চিহ্ন পাওয়া যায়নি। কারা এ কাজটি করেছে তা এখনও বলা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপঙ্কর রায় জানান, মরা হাতিটি যে স্থানে রয়েছে সেটা নোম্যান্সল্যান্ড বা ভারতের অংশ। হাতিটিকে মারা হয়েছে না অন্য কারনে মরেছে তা তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত কদিন ধরে ভারত থেকে নেমে আসা বুনো হাতির দল দেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ফসলের ক্ষতিসাধন করছে। বড়াইবাড়ি সীমান্তে বাংলাদেশি জনবসতিতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করেছে। বন্য হাতির অত্যাচারে সীমান্তের মানুষ এখন ঝামেলায় আছে।
সূত্রঃ ittefaq