।। আব্দুল মালেক ।।
প্রায় ৮ মাস পূর্বে চট্রগ্রামে থেকে অপহরণ হওয়া শিশু সাব্বির (৮)কে উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। রবিবার (৯ ডিসেম্বর ২০১৮) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিধান চন্দ্র বর্মনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামে থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবিনা নামের এক মহিলাকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত সাব্বির জানায়, সে চট্রগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় তার ছোট ভাইসহ খেলতে ছিল। এ সময় অজ্ঞাত ২ জন পুরুষ ও ১ মহিলা তাদের অপহরণ করে নিয়ে আসে। এরপর সাব্বিরকে পার্শ্ববর্তী একটি সেলুনে রেখে তার ছোট ভাইকে নিয়ে পালিয়ে যায়। এ সময় ওই কলোনির তাসলিমা ও তার স্বামী বেলাল দম্পতি ছেলেটিকে রুবিনার কাছে রেখে যায়।
রুবিনা জানায়, রেখে যাওয়ার পর সাব্বিরের পরিবারের কোন খোঁজ খবর না থাকায় ১ মাস পর ছেলেটিকে নিয়ে গ্রামের বাড়িতে আসি।ছেলেটির অস্বাভাবিক আচরণে এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
জানা গেছে, উদ্ধারকৃত সাব্বির চট্রগ্রামের বায়েজিদ বোস্তামি মাজার এলাকার গার্মেন্টস কর্মি গাজী মিয়া ও পারভীন বেগমের পূত্র। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, সাব্বির নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রুবিনা নামের এক মহিলাকে আটক করা হয়েছে।