।। নিউজ ডেস্ক ।।
মহাজোটের প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কুড়িগ্রাম-১, ৩ ও ৪ সংসদীয় আসনে মহাজোটের শরিক দলগুলো প্রত্যেকে আলাদাভাবে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেবে। কারণ এ তিন আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে কোনও প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন এবং কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, কুড়িগ্রাম-২ আসন ছাড়া বাকি তিনটি আসনে মহাজোটের কোনও প্রার্থী দেওয়া হয়নি। সংশ্লিষ্ট আসনগুলোতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া কোনও প্রার্থীই রবিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে কুড়িগ্রাম-২ আসন ছাড়া বাকি তিনটি আসনে মহাজোটের প্রার্থীদের মাঝে উন্মুক্ত প্রতিযোগিতা হবে।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেপি নেতা রুহুল আমিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে নির্বাচন হবে উন্মুক্ত।
কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া এম এ মতিন জানিয়েছেন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ফলে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি ডা. আককাছ আলী সরকার মনোনয়নপত্র প্রত্যাহার না করলে এ আসনে মহাজোটের প্রার্থীরা নিজ দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে, উলিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আতোয়ার মুন্সি তাদের দলীয় প্রার্থী ও বর্তমান এমপি ডা. আককাছ আলী সরকারের বরাত দিয়ে বলেন, ‘তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না, পৃথকভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।’
জেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জানান, জেলার চারটি আসনের মধ্যে একটি আসনে (কুড়িগ্রাম-২) মহাজোট থেকে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবেন। আর কুড়িগ্রাম- ১, ৩ ও ৪ আসন সব দলের জন্য উন্মুক্ত থাকছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এ কে এম মোস্তাফিজুর রহমানকে। আর আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আছলাম হোসেন সওদাগরকে।
অন্যদিকে, কুড়িগ্রাম-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ। এ আসনে আওয়ামী লীগ থেকে কোনও প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এম এ মতিন এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ডা. আককাছ আলী সরকার।
কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) আশরাফ উদ দৌলা তাজ এবং আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জাকির হোসেন। এ আসনের বর্তমান এমপি জেপি নেতা রুহুল আমিন নির্বাচনে অংশ নেবেন না বলে জানা গেছে।
সূত্রঃ banglatribune