।। আব্দুল মালেক ।।
ধামশ্রেনীতে এক গ্রাম পুলিশের বুদ্ধিমত্তায় সাবেক এক ইউপি সদস্যকে চুরির সময় জনতা হাতে নাতে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামে। বুধবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (৪ ডিসেম্বর ২০১৮) দিবাগত রাতে ওই গ্রামের মাওঃ নুরুজ্জামানের বাড়িতে চুরি করার সময় এলাকার লোকজন ধাওয়া করে। এসময় চোর দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ধরনীবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুর্ধর্ষ চোর আমিনুল ইসলামকে ওই এলাকার গ্রাম পুলিশ আমজাদ হোসেন তার বুদ্ধিমত্তায় আটক করে। পরে জনতা ওই ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
উল্লেখ্য, গত সোমবার (৩ ডিসেম্বর ২০১৮) রাতে একই গ্রামের কৃষক ভেলং মিয়ার ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দু’টি বলদ গরু চুরি হয়। বর্তমানে ওই গ্রামে চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, আটক আমিনুলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।