।। আব্দুল মালেক ।।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনের ১৪১টি ভোট কেন্দ্রের ৪৩টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ইতোমধ্যে উপজেলার এসব ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রের সংযোগ সড়কও চলাচলের অনুপযোগী। ফলে এসব কেন্দ্রে ভোট গ্রহণের দিন সমস্যার কথা বিবেচনা করে বিদ্যুৎ ও রাস্তা মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল হাসান জানান, ২১ টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদান করা সম্ভব হবে। বাকি কেন্দ্র গুলো নদী বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয় ভাবে সোলার প্যানেল কিংবা অন্য ভাবে আলোর ব্যবস্থা করতে হবে। উপজেলা প্রকৌশলী মোঃ নুরল ইসলাম জানান, রাস্তা মেরামতের জন্য তালিকা তৈরির কাজ চলছে। যত দ্রুত সম্ভব এসব রাস্তা মেরামত করা হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ আসন গঠিত। ১৪১টি কেন্দ্রে ৩ লাখ ৩ হাজার ১৩ জন ভোটার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৭‘শ ৩৭ ও মহিলা ১ লাখ ৫৫ হাজার ২‘শ ৭৬ জন।