।। নিউজ ডেস্ক ।।
রংপুর বিভাগের ২০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ বিভাগের বাকি আসনগুলো ১৪ দলভুক্ত অন্য রাজনৈতিক দল ও মহাজোটকে দেওয়া হয়েছে।
এর মধ্যে কুড়িগ্রামের ৩টি আসন দেওয়া হয়েছে জাতীয় পার্টি ও জেপিকে। কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এই তিন আসনে জাতীয় পার্টি ও জেপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার ও শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এসব আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়।
কুড়িগ্রামের ৩টি আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনে জাতীয় পার্টির আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টি-জেপির রুহুল আমিন।
তবে কুড়িগ্রামের অপর আসন কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। কৌশলগত কারণে এই আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি আওয়ামী লীগ। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এই আসনের প্রার্থী চূড়ান্ত হতে পারে।