আব্দুল মালেকঃ
যন্ত্রে চিরচেনা সুর বাজতেই দর্শকরা করতালির মাধ্যমে যাত্রা শিল্পীদের স্বাগত জানান। মনে হচ্ছিল সেই হারানো যাত্রায় আবারও মেতে উঠল দর্শকরা। প্রথমে একদল মহিলা যাত্রা শিল্পী বন্দনা করলেন। তারপর একে একে শুরু হল যাত্রা শিল্পীদের অভিনয়। মোহিত হয়ে উপস্থিত কয়েক হাজার দর্শক যাত্রার অভিনয় দেখছিলেন। আবারও যাত্রায় মেতে উঠবে গ্রামাঞ্চলের হারানো সংস্কৃতি। এমন আশাবাদ যাত্রা দেখতে আশা অতিথিবৃন্দের। গত শুক্রবার রাতে “যাত্রা শিল্পকে রক্ষা করি, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ি” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে ঐতিহাসিক যাত্রাপালা “রক্তে মাখা স্বদেশ” মঞ্চস্থ হল। উলিপুর গোবিন্দ জীঁউ মন্দির চত্বরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও বাংলাদেশ যাত্রাপালা ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রযোজনায় যাত্রাপালা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোঃ আল মাহমুদ হাসান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সম আল মামুন সবুজ, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা ইয়াসমীন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
উলিপুরে রক্তে মাখা স্বদেশ যাত্রাপালায় মোহিত দর্শক
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.