আমানুর রহমান খোকন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে বাড়ছে মরিচ চাষ। গত বছর ভালো দাম পাওয়ায় এবার চরাঞ্চলের কৃষকরা কোমর বেঁধে নেমেছেন মরিচ চাষে। অনেক চাষি এখনও চারা লাগাচ্ছেন আবার অনেকেই মরিচ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর উপজেলায় ৩০০ হেক্টর জমিতে মরিচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখনও অনেকে মরিচ চাষের জন্য জমি তৈরি করছেন এবং জমিতে মরিচ লাগাচ্ছেন। গত বছর মরিচের দাম ভালো পাওয়ায় এবার মরিচের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। শীতকালে মরিচের চাহিদা বেশি থাকে এবং এই সময় প্রতি মণ মরিচ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
সরজমিনে দেখা যায়, উপজেলার হাসনাবাদ, সন্তোসপুর, রামখানা, বল্লভেরখাস, বামনডাঙ্গা, বেরুবাড়ি, নারায়ণপুর, নুনখাওয়া, কচাকাটা, কালীগঞ্জ ইউনিয়নসহ অনেক অঞ্চলে মরিচের চাষ হচ্ছে। বিশেষ করে চরাঞ্চলগুলোতে এ মরিচ চাষের প্রবণতাটা অনেক বেশি বেড়েছে। বামনডাঙ্গার কৃষক মিজানুর জানান, গত বছর মাত্র আধবিঘা জমিতে মরিচ চাষ করে ভালো ফলন ও লাভবান হওয়ায় এবার এক বিঘা জমিতে মরিচ চাষ করছেন।
এলাকার অনেক কৃষক জানিয়েছেন, কৃষি অফিস থেকে সঠিক সময়ে সঠিক সহযোগিতা পেলে অনেকেই মরিচ চাষে এগিয়ে আসবে। এতে করে এ অঞ্চলের মরিচের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে।
উপজেলা কৃষি অফিসার শামসুজ্জামান জানান, মরিচ চাষে অনেক লাভবান হওয়া যায়। তারা এ ব্যাপারে কৃষকদের যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত।
সূত্র: শেয়ার বিজ