নিউজ ডেস্ক: কুড়িগ্রামের ধরলা সেতুর নিচে দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালি। এতে ধরলা সেতু ও নদীর তীর ওয়াপদা বাঁধ সংলগ্ন এলাকার জনবসতি ভাঙন হুমকিতে রয়েছে।
সরেজমিন দেখা গেছে, ধরলা সেতুর পশ্চিম প্রান্তের এক থেকে ৯ নম্বর পিলার ঘেঁষে সেতুর নিচে দীর্ঘদিন ধরে অবৈধ বালি উত্তোলন করছে প্রভাবশালীরা। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে এই বালি উত্তোলন। প্রতিদিন ৭০ থেকে ৮০টি ট্রাক্টর ও শতাধিক শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে করে এসব বালি জেলা শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ট্রাক্টরপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকা এবং টলিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে বালি।
বালি উত্তোলনকারীদের মমিন নামে এক ম্যানেজার জানান, তিনি ট্রাক্টর ও টলির সংখ্যা গুনে শুধু টাকা নেন। তাকে চাকরি দেওয়া হয়েছে বালি উত্তোলনকারী ১৮ ব্যক্তির পক্ষ থেকে। প্রতিদিনের আয়ের হিসাব-নিকাশ প্রতি রাতেই করা হয়।
অন্যদিকে সিঅ্যান্ডবি ঘাট ও সদর হলোখানা আরাজী পলাশবাড়ী ওয়াপদার ক্রস বাঁধ-সংলগ্ন এলাকায় বালি উত্তোলন করা হচ্ছে। ক্রস বাঁধ এলাকার ড্রেজিং করে বালি উত্তোলনকারী নিরাসা জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলে বালি উত্তোলন করছেন।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, নদীতে পরিকল্পনা অনুযায়ী বালি উত্তোলন করা প্রয়োজন। তবে তা সরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে হওয়া উচিত। যারা ধরলা নদী এলাকা থেকে বালি উত্তোলন করছে তারা অবৈধ পন্থায় করছে। এতে করে বাঁধসহ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সুত্র:শেয়ার বিজ, অক্টোবর ২৫, ২০১৮