আব্দুল মালেকঃ
উলিপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ৪ হাজার ৪৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসাবে বৃহস্পতিবার (২৫ অক্টোবর ২০১৮) সকালে ১ হাজার ৪’শ জন কৃষকদের মাঝে ১ কেজি সরিষা, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলি, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল গাফ্ফার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি প্রমুখ।
এ সময় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়। এর আগে ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্য একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।