নিউজ ডেস্কঃ
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিপক্ষে পেসার শাহিন আলমের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তিতে সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর শুরু থেকেই সফরকারী বোলারদের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতে পারার চাপে ইনিংসের ষষ্ঠ ওভারে এসে দলীয় শূন্য রানে নিপুন পেরেরার উইকেট হারায় স্বাগতিকরা।
উলিপুরের সন্তান শাহিন আলমের শুরুর আঘাতের পর প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে আসেন নভোদ পারানাভিথানা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কামিল মিশ্র। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১২২ রান।
ক্রমশ যখন এ উইকেট জুটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করার পথে তখন আক্রমণে এসে ৫২ রান করা মিশ্রকে লেগ-বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন আগের ম্যাচের সফল বোলার রাকিবুল হাসান। এরপর আক্রমণে এসে ৭৯ রান করা পারনাভিথানাকে অধিনায়ক তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ বানিয়ে লঙ্কানদের খেলার ছন্দপতন ঘটান শাহিন।
দলীয় ১৪২ রানে তৃতীয় উইকেট পতনের পর ম্যাচে শুরু হয় সফরকারী বোলারদের দাপট। শাহিন-মৃত্যুঞ্জয়দের অগ্নিঝরা বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে স্কোরবোর্ডে আরও ৫৩ রান যোগ করতে ৬ উইকেট হারালে দলীয় ১৯৫ রানে ৯ উইকেট হারিয়ে বসে লঙ্কান যুবারা।
দিনের শেষ দিকে এসে নভীন ফার্নান্দো ও রোহান সাজনজায়ার ব্যাটে চড়ে প্রথম দিনে অল-আউট হওয়া থেকে রক্ষা মেলে স্বাগতিকদের। এর ফলে স্কোরবোর্ডে ৯ উইকেটে ২১৯ রান যোগ করে প্রথম দিনের খেলা শেষ করে তারা। ১৯ রান নিয়ে ফার্নান্দো ও ৮ রানে অপরাজিত থাকা সানজয়া আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।
সফরকারী বোলারদের মধ্যে ১৪ ওভার বল করে মাত্র ৩৭ রান খরচায় ৪ মেডেনসহ সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন শাহিন আলম। তাছাড়া মৃত্যুঞ্জয় দুটি, রাকিবুল ও রিশাদ যথাক্রমে একটি করে উইকেট লাভ করেছেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
দ্বিতীয় চারদিনের ম্যাচ, প্রথম দিনশেষে;
শ্রীলঙ্কা অ.১৯ দল: প্রথম ইনিংসে ২১৯/৯ (৯০ ওভার)
পারানাভিথানা ৭৯, মিশ্র ৫২; শাহিন ১৪-৪-৩৭-৫, মৃত্যুঞ্জয় ২৪-৬-৪৫-২, রাকিবুল ২১-৬-৩৭-১, রিশাদ ১৫-২-৫০-১।
সুত্রঃ bdcrictime