শাহিনুল ইসলাম লিটনঃ
“হাসবে রোগী বাঁচবে প্রাণ, আসুন করি রক্ত দান” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ অক্টোবর ২০১৮ ) সকাল সাড়ে ১১ টা থেকে ৩ টা পর্যন্ত জুম্মাহাট দারুল উলুম সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম সরদার ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকারের সহযোগীতায়, উক্ত রক্তগ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ ফজলুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার ও উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের আহ্বায়ক ফারুক মিয়া।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারথির নির্বাহী পরিচালক জাহানুর রহমান খোকন ও অরণ্যের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব শাহিনুল ইসলাম লিটন, এস আলম প্রমুখ।