আব্দুল মালেকঃ
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার বলেন, আধুনিক উপজেলায় উন্নীত করা হবে উলিপুরকে। শিক্ষা, স্বাস্থ্য সেবা, যোগাযোগ ব্যাবস্থার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। উপজেলায় ইতিমধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। গতকাল শনিবার (১৩ অক্টোবর ২০১৮) সন্ধ্যায় উলিপুরে এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে। আগামীতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ শামীম আখতার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান বাবু, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ মজিবর রহমান, স্কুলের উপ-পরিচালক যতিন্দ্রনাথ বর্মন, নবম শ্রেণির শিক্ষার্থী লিটন চন্দ্র বকসী প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।