আব্দুল মালেকঃ
“কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে র্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর ২০১৮) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নারী সংগঠনের সহযোগীতায় একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলি, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ।
পরে দুর্যোগের পূর্ব প্রস্তুতি উপর নারী সংগঠন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যদের সমন্বয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।