আব্দুল মালেকঃ
উলিপুরে দুর্গা প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে। এ নিয়ে পরপর দু’দিন একই এলাকায় ২টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় হিন্দু সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, রোববার (০৭ অক্টোবর ২০১৮) ভোররাতে পৌরসভার নারিকেল বাড়ী গাছতলা গোবিন্দ জীঁউ মন্দিরে।
জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পৌরসভার নারিকেল বাড়ী গাছতলা গোবিন্দ জীঁউ মন্দিরে পুজার জন্য প্রতিমা কিনে আনা হয়। রোববার (০৭ অক্টোবর ২০১৮) ভোররাতে কে বা কারা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে। এসময় মন্দিরে পাহাড়ারত তিন কিশোর ঘুমিয়ে ছিল। মন্দিরে পাহাড়ারত সুব্র সরকার (১৮), মৃন্ময় সরকার (১৬) ও সুদর্শন সরকার (১৮) জানায়, প্রতিমা ভাঙচুর শেষে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় শব্দ পেয়ে আমাদের ঘুম ভেঙ্গে যায়। তাদের দৌঁড়ে পালাতে দেখে আমাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে শনিবার (০৬ অক্টোবর) নারিকেল বাড়ী বকুলতলা দুর্গা মন্দিরে থাকা শিব মূর্তি কে বা কারা ভাঙচুর করে। পর পর দুদিন একই এলাকায় ২টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় হিন্দু সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নারিকেলবাড়ী গাছতলা গোবিন্দ জীঁউ মন্দিরের সাধারণ সম্পাদক নলিনী কান্ত সরকার বলেন, পাহাড়াদারদের চিৎকার শুনে মন্দিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা জানান, নারিকেল বাড়ি এলাকার এক পাগল এ ঘটনা ঘটে বেড়াচ্ছে।
থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।