নিউজ ডেস্কঃ
“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগানকে ধারণ করে উলিপুরে মিনা দিবস পালিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর ২০১৮) সকাল ১০ টায় উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকার, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ হাড়ী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোলায়মান সরদার বাদশা, সহকারী শিক্ষা অফিসার আলী ইমরান, আবু ছালেক বুলবুল, এ এইচএম রায়হান কবির, প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক, রুহুল আমিন, আমিনুল ইসলাম, গোলাম রব্বানী, সাহাবুদ্দিন, মোর্শেদা বেগম প্রমুখ। পরে চিত্রাংকন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।