আব্দুল মালেকঃ
উলিপুর কেন্দ্রীয় মিনারের সামনে সকাল থেকে মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার পক্ষের লোকজন জড়ো হতে থাকে। সবাই গাইলেন জাতীয় সংগীত, জয় বাংলার গান। বীর মুক্তিযোদ্ধা ফজল উদ্দিন আকাশ পানে ছুড়লেন সটগানের গুলি। সমস্বরে জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠল আশপাশ। এমন পরিবেশে গতকাল রবিবার বিজয় মঞ্চের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। এর আগে গত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। তিনি জেলা প্রশাসক হিসাবে যোগদান করার পর দীর্ঘদিন বন্ধ থাকা বিজয়মঞ্চের অসমাপ্ত নির্মাণ কাজ আবার শুরু করার উদ্যোগ নেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, সাবেক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তৈয়বুর রহমান সরদার, মুক্তিযোদ্ধা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি পরিমল মজুমদার, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, ‘সুজন’ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, বিজয় মঞ্চের নকশাকার সৈয়দ মাহমুদুর রহমান বেটু, সাবেক ছাত্র নেতা তপন সেনগুপ্ত, কমরেড দেলওয়ার হোসেন, ব্যবসায়ী নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু, স্বপন সরকার ভগত, নারায়ন চন্দ্র, সংগীত শিল্পী মিনহাজ আহমেদ মুকুল, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।