শাহিনুল ইসলাম:
বজ্রপাত, নদী ভাঙন, মাটির ক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাল গাছের বংশবৃদ্ধির জন্য মন্ডলের হাটে তালের বীজ বপন করা। আজ বুধবার সকাল ১০ টায় সেচ্ছাসেবী সংগঠন সশিস এর আয়োজনে অরণ্যের সহোযোগীতায় মন্ডলেরহাট রোডে তালের বীজ বপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সশিস এর সভাপতি ফখরুল ইসলাম, সহ সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্থানীয় কমিটির সদস্য আব্দুর রহমান রানা, আতাউর রহমান, অরণ্যের সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সদস্য আরিফুল ইসলাম রনি, মন্ডলেরহাট কলেজের বাংলা প্রভাষক মতিয়ার রহমান, ব্যবসায়ী জহুরুল হক সহ সশিসের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এ সময় অরণ্যের সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন উলিপুর ডট কমকে বলেন, এ বছর বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। সে চিন্তা করেই কুড়িগ্রাম জেলায় এক হাজার একশ তালের বীজ বপন করেছে অরণ্য। তারই অংশ হিসেবে আজকে মন্ডলের হাটে তালবীজ বপন করা হলো।সেই সাথে সডিজির লক্ষ মাত্রা অর্জনে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি ।