নিউজ ডেস্কঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে উলিপুরের পশ্চিম কালুডাঙ্গায় তালের বীজ বপন করা হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর ২০১৮) সকাল ১১ ঘটিকায় পরিবেশবাদী সংগঠন অরণ্য’র আয়োজনে মাতৃছায়া কিন্ডার গার্ডেন স্কুলের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
“একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার পশ্চিম কালুডাঙ্গার মিঠিপুর বাজার সংলগ্ন মাতৃছায়া কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে তালের বীজ বপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রেল-নৌ, যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর, মাতৃছায়া কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক অনিকেত মাসুম, নুর আমিন ও কাষ্ণন বর্মন, অরণ্য’র সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সদস্য বায়জীদ হোসেন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান ছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।